৯ম জাতীয় কাব ক্যাম্পুরী ২০২০.

বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনা ও পরিচালনায় আগামী ১৯-২৪ জানুয়ারী ২০২০ পর্যন্ত জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক

জরুরি বিজ্ঞপ্তি : ৯ম জাতীয় কাব ক্যাম্পুরি ২০২০ উপলক্ষে ক্যাম্পুরি মানব সম্পদ বিভাগ অনলাইনে তথ্য ফর্ম পুরনের ব্যবস্থা করেছে। কিন্তু কিছু রোভার/ স্বেচ্ছাসেবক গণ তথ্য ফর্ম পুরনকালিন সময়ে অঞ্চল নির্বাচনে বিভ্রান্তিকর / ভুল তথ্য দিয়েছেন যা কাম্য নয়। এরূপ বিভ্রান্তিকর / ভুল তথ্য সম্বলিত ৭২ টি আবেদন বাতিল বলে গণ্য হবে এবং পুনরায় এরূপ বিভ্রান্তিকর তথ্য প্রদান না করতে সকলকে আহব্বান জানানো যাচ্ছে। মানব সম্পদ উপ কমিটি, ৯ম জাতীয় কাব ক্যাম্পুরি ২০১৯

কাবিং করবো, শান্তির বার্তা আনবো

প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত জাতীয় কাব ক্যাম্পুরী কাব স্কাউটদের একটি অন্যতম মিলন মেলা। ক্যাম্পুরীতে অংশগ্রহণ করে কাব স্কাউটরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে সক্ষম হবে। আসন্ন জাতীয় কাব ক্যাম্পুরী আকর্ষণীয়, আনন্দদায়ক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম ও চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে সকলের নিকট এই ক্যাম্পুরী স্মরণীয় হয়ে থাকবে। ক্যাম্পুরীকে সকলের নিকট আকর্ষণীয় ও আনন্দদায়ক করার লক্ষে ক্যাম্পুরী প্রোগ্রাম প্রণয়ন করা হয়েছে।

Image

স্থান

জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুর।

Image

যাতায়াত

বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরকে নবম জাতীয় কাব ক্যাম্পুরীর স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে। সড়ক ও রেল পথে আসা ইউনিটসমূহ খুব সহজেই ক্যাম্পুরী ময়দানে উপস্থিত হতে পারবে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য দিনের বেলা বাস/ট্রেনে যাতায়াত করা শ্রেয়।

Image

আবাসন

অংশগ্রহণকারী সকল ইউনিটকে সাব ক্যাম্পভিত্তিক আবশ্যিকভাবে তাঁবুতে অবস্থান করতে হবে। ইউনিটের সাথে ইউনিট লিডারকে অবশ্যই তাঁবুতে থাকতে হবে। আবাসনের জন্য ক্যাম্পুরীর পূর্বেই তাঁবু খাটানো থাকবে। তবে তাঁবু ব্যাস করার জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি সাথে আনতে হবে।

Image

খাদ্য

নবম জাতীয় কাব ক্যাম্পুরীতে অংশগ্রহণকারী ইউনিটসমূহের কাব স্কাউট ও ইউনিট লিডারগণের জন্য কেন্দ্রীয়ভাবে রান্না করা খাবার সরবরাহ করা হবে। নির্ধারিত স্থান থেকে ইউনিটভিত্তিক খাবার সংগ্রহ করতে হবে। ০৭ (সাত) জনের খাবার সংগ্রহের প্রয়োজনীয় তৈজসপত্র খাবারের সুবিধার্থে প্রত্যেকের জন্য থালা, গ্লাস, জগ, মগ ইত্যাদি সঙ্গে আনতে হবে।

Image

রেজিস্ট্রেশন

ক্যাম্পুরীতে অংশগ্রহণের লক্ষে কাব স্কাউট এবং ইউনিট লিডারদের জন্য অত্র পরিপত্রের সাথে সংযুক্ত রেজিস্ট্রেশন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট জেলা ও অঞ্চলের মাধ্যমে আগামী ০৫ নভেম্বর ২০১৯ তারিখের মধ্যে নবম জাতীয় কাব ক্যাম্পুরী সচিবালয়, বাংলাদেশ স্কাউটস, ৬০, আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০ বরাবর প্রেরণ করতে হবে। রেজিস্ট্রেশন ফরমের সাথে রেজিস্ট্রেশন ফি এর অর্থ অঞ্চলের মাধ্যমে ডিডি/ পে অর্ডার হিসেবে “নবম জাতীয় কাব ক্যাম্পুরী, বাংলাদেশ স্কাউটস” শিরোনামে প্রেরণ করতে হবে।

Image

যোগাযোগ

বাংলাদেশ স্কাউটস
জাতীয় সদর দফতর
৬০, আঞ্জুমান মফিদুল ইসলাম সড়ক, কাকরাইল,ঢাকা-১০০০
টেলিফোনঃ +৮৮-০২-৯৩৩৩৬৫১ / ৯৩৪২০৫৮ / ৯৩৩৭৭১৪
অনলাইনে আকউন্ট খুলতে বা তথ্য পুরন করতে কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে ০৯৬৩৯১৬৫০৮৬ নম্বরে সকাল ৯ টা হতে বিকাল ৫ টার মধ্যে ফোন করতে পারেন।