৯ম জাতীয় কাব ক্যাম্পুরী ২০২০.

বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনা ও পরিচালনায় আগামী ১৯-২৪ জানুয়ারী ২০২০ পর্যন্ত জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক

মানব সম্পদ ব্যবস্থাপনা উপকমিটি নীতিমালা

নবম জাতীয় কাব ক্যাম্পুরী সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ স্কাউটস কর্তৃক ১৬টি উপকমিটি গঠন করা হয়েছে। মানব সম্পদ ব্যবস্থাপনা উপ কমিটি তার মধ্যে একটি। দক্ষ, যোগ্য ও সঠিক ব্যক্তিকে নবম জাতীয় কাব ক্যাম্পুরী বাস্তবায়নের লক্ষ্যে মনোনয়ন/নির্বাচন এবং মনোনীত ব্যক্তিকে তার যোগ্যতা ও মেধা অনুযায়ী উপর্যুক্ত পদে দায়িত্ব প্রদান করাই মানব সম্পদ ব্যবস্থাপনা উপ কমিটির কার্যক্রমের মূল লক্ষ্য। মানবসম্পদ উপ কমিটির কার্যক্রম নিম্নরুপ হবে।

লক্ষ্যঃ

আসন্ন নবম জাতীয় কাব ক্যাম্পুরী সুষ্ঠ ও সফল বাস্তবায়নের লক্ষে যাচাই বাছাই পূর্বক যোগ্যতা সম্পন্ন ক্যাম্পুরী সার্ভিস টিম (CST) সদস্য, স্কাউট লিডার ও রোভার স্কাউট নিয়োগ ও দায়িত্ব ভার প্রদান। নিয়োগ প্রাপ্ত ক্যাম্পুরী সার্ভিস টিম (CST) সদস্য, স্কাউট লিডার ও রোভার স্কাউটদের নিয়োগ পরবর্তী প্রশিক্ষণ/ওরিয়েন্টেশন প্রদান, প্রযোজ্য ক্ষেত্রে ডেপুটেশন, সময়মত উপস্থিতি নিশ্চিতকরণ, যথাযথ দায়িত্ব পালন, পর্যবেক্ষণ ও ক্যাম্পুরী শেষে নির্ধারিত সময়ে ক্যাম্প এলাকা ত্যাগের জন্য অনুমতি/ছাড়পত্র প্রদান, আন্তঃবিভাগ সমন্বয়ের মাধ্যমে ক্যাম্পুরী সার্ভিস টিম (CST) সদস্যদের আবাসন, খাদ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধাধি নিশ্চিত করা এই কমিটির কার্যপরিধির অন্তর্ভূক্ত হবে।

যোগ্যতাঃ

স্কাউট লিডার (CST):
স্কাউট লিডারদের যোগ্যতা নূন্যতম উডব্যাজ হতে হবে। বয়স সীমা অনুর্ধ ৬০ বৎসর। কাব শাখার ইউনিট লিডারদের অগ্রাধিকার দিয়ে অঞ্চল কর্তৃক তালিকা প্রস্তুত করে প্রেরণ করতে হবে। প্রেরণকৃত তালিকার ৩০% মহিলা লিডার হতে হবে। নবম জাতীয় কাব ক্যাম্পুরী সাংগঠনিক কমিটি কর্তৃক বরাদ্দকৃত কোটা অনুযায়ী বিভিন্ন অঞ্চল সমূহ থেকে কর্মকর্তা মনোনীত/নিয়োগ করা হবে। কর্মকর্তা মনোনয়নের ক্ষেত্রে কাব শাখায় উডব্যাজার এবং এ.এল.টি ও এল.টিদের অগ্রাধীকার প্রদান করা হবে। এছাড়াও পূর্ব অভিজ্ঞতা, পরিশ্রমী, দক্ষ এবং স্কাউটমনাদের অগ্রাধিকার দেয়া হবে। অঞ্চল থেকে প্রাপ্ত তালিকার বাইরেও জাতীয় সদর দফতরের হাতে কর্মকর্তা হিসেবে নিয়োগের ৩০% কোটা সংরক্ষিত থাকবে। যা বিভিন্ন উপ কমিটির চাহিদার আলোকে বরাদ্দ প্রদান করা হবে। উল্লেখ্য সংরক্ষিত তালিকার রক্ষিত কর্মকর্তাবৃন্দকেও অঞ্চলকৃত সুপারিশকৃত হতে হবে।

স্বেচ্ছাসেবক রোভার স্কাউট (CST):

রোভার স্কাউটদের যোগ্যতা নূন্যতম প্রশিক্ষণ স্তর ও বয়স ১৮+ হতে হবে। অন্ততঃ জেলা/অঞ্চল/জাতীয় পর্যায়ে দুইটি ক্যাম্পে অংশগ্রহনের অভিজ্ঞতা থাকতে হবে। পরিশ্রমী, দক্ষতা সম্পন্ন রোভার স্কাউটদের অগ্রাধিকার দেয়া হবে। প্রেরণকৃত তালিকায় ৩০% গার্ল ইন রোভার স্কাউট হতে হবে। অঞ্চল থেকে প্রাপ্ত তালিকার বাইরেও জাতীয় সদর দফতরের হাতে রোভার স্কাউট হিসেবে নিয়োগের ৩০% কোটা সংরক্ষিত থাকবে। বিভিন্ন কমিটির চাহিদার আলোকে এই কোটা হতে সেচ্ছাসেবক রোভার স্কাউট বরাদ্দ করা হবে। তবে সংরক্ষিত তালিকায় বর্ণিত সেচ্ছাসেবক রোভার স্কাউটদেরকেও সংশ্লিষ্ট অঞ্চল থেকে সুপারিশকৃত হতে হবে।

আবেদন:

ক্যাম্পুরী সার্ভিস টিম সদস্য হিসেবে সেবাপ্রদান করতে আগ্রহী সকল স্কাউট লিডার ও রোভার স্কাউটদের অনলাইনে (www.scoutsbd.com) এ লিংকে নির্ধারিত তথ্য ফরম পূরণ করে আগামী ৩০ অক্টোবর ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অঞ্চল কর্তৃক সুপারিশকৃত তালিকায় নাম না থাকলে এই আবেদন ফরম সয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সকল (CST) সদস্যকে আবশ্যিকভাবে ঝঅঋঊ ঋজঙগ ঐঅজগ পলিসি ফরম পূরণ পূর্বক আবেদন করতে হবে। অসম্পূর্ণ ফরম গ্রহণযোগ্য হবে না বা বাতিল বলে গণ্য হবে। আবেদন ফর্মের সাথে বাংলাদেশ স্কাউটসের অনলাইন রেজিষ্ট্রেশন আইডি নম্বর এবং অনলাইনে পূরণকৃত তথ্য ফরমের কপি সংযুক্ত থাকা বাধ্যতামূলক।

নিয়োগঃ

ক্যাম্পুরী সাংগঠনিক কমিটি কর্তৃক নির্ধারিত সংখ্যক ক্যাম্পুরী সার্ভিস টিম (CST) সদস্য, স্কাউট লিডার ও রোভার স্কাউট নিয়োগ করা হবে। এই সংখ্যার ৭০% অঞ্চল কর্তৃক সুপারিশকৃত হবে এবং বাকী ৩০% মানবসম্পদ ব্যবস্থাপনা উপকমিটি কর্তৃক সংরক্ষণ করবে। ক্যাম্পুরী পরিচালনার জন্য গঠিত বিভিন্ন উপকমিটির আহব্বায়কগনের যৌক্তিক চাহিদার নিরীখে এই সংরক্ষিত ৩০% কোটা থেকে (CST) সদস্য নিয়োগ দান করা হবে। জাতীয় সদর দফতর থেকে অঞ্চলের জন্য বরাদ্দকৃত নির্ধারিত সংখ্যক কর্মকর্তা ও রোভার স্কাউটগণকে যথাযথ রেজিষ্ট্রেশন ফরম পূরণ করে অঞ্চলের মাধ্যমে জাতীয় সদর দফতরে প্রেরণ করতে হবে। অঞ্চলসমূহ থেকে প্রাপ্ত তালিকা যাচাই বাছাই করে কর্মকর্তা ও রোভার স্কাউট চুড়ান্ত করা হবে এবং চুড়ান্ত তালিকা ক্যাম্পুরী সাংগঠনিক কমিটি কর্তৃক অনুমোদনের পর সংশ্লিষ্ট কর্মকর্তা ও রোভার স্কাউটের নাম ও দায়িত্ব প্রকাশ করা হবে। জাতীয় সদর দফতর থেকে মনোনয়নকৃত তালিকা প্রকাশ করা হলে অঞ্চলসমূহ তাদের আওতাধীন স্কাউট লিডার ও রোভার স্কাউটদের ডেপুটেশন (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদানসহ ক্যাম্পুরীতে অংশগ্রহণ এবং উপস্থিতি নিশ্চিত করবে। যৌক্তিক কারনে মনোনীত কোন স্কাউট লিডার বা রোভার স্কাউট ক্যাম্পুরীতে অংশগ্রহণে অপারগ হলে পূর্বেই তা অঞ্চল ও জাতীয় সদর দফতকে অবহিত করতে হবে। সেক্ষেত্রে রিজার্ভ তালিকা থেকে কর্মকর্তা ও রোভার স্কাউট নিয়োগ দান করা হবে। ক্যাম্পুরী সুষ্ঠু ও সফল বাস্তবায়নে যোগ্য ও দক্ষ স্কাউট লিডার ও রোভার স্কাউট মনোনয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

আচরণবিধিঃ

ক্যাম্পুরী কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্ত কোন স্কাউট লিডার বা রোভার স্কাউট ক্যাম্পুরীতে তার উপর অর্পিত দায়িত্ব পালনে কোন প্রকার অনিহা, শিথিলতা প্রদর্শন করলে বা কোন প্রকার অনুমতি বা অনুমোদন ছাড়া অনুপস্থিত থাকলে এমন আচরণ বাংলাদেশ স্কাউটস এর বয়স্ক সম্পদ নীতিমালায় উল্লেখিত আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা ক্যাম্পুরী সাংগঠনিক কমিটি সংরক্ষণ করবে।